ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চোটে নাজেহাল লিভারপুল

চোটে নাজেহাল লিভারপুল

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৪৪

চোট কাটিয়ে মোহামেদ সালাহর ফেরার ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল। দারুণ জয়ে শীর্ষস্থান মজবুত করার ম্যাচে অলরেডদের জন্য হতাশার খবরও রয়েছে। এই ম্যাচে তাদের তিনজন চোটে পড়েছেন।

কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, তিনজনের মধ্যে ডারউইন নুনেজের চোট গুরুতর নয়, তবে দিয়াগো জোতা ও কার্টিস জোন্সের অবস্থা ভালো নয়। এমনিতেই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ডমিনিট সাবোস্লাই, থিয়াগো, অ্যালিসন বেকারসহ লিভারপুলের সেরা একাদশের বেশ কয়েকজন ইনজুরিতে।

আগামী রোববার ওয়েম্বলিতে চেলসির বিপক্ষে লিগ কাপের ফাইনালের একাদশ নিয়ে চিন্তায় পড়ে গেছেন লিভারপুল বস।

ওই ফাইনালের আগে বুধবার লুটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে অলরেডরা।  ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ের পরও তাই স্বস্তিতে নেই ক্লপ, ‘কতটা ক্ষতি হলো সেটা দেখতে হবে, এখনও আমরা পুরোপুরি সেটা জানি না। নুনেজ একটু অস্বস্তি বোধ করছিল। সতর্কতার জন্য আমরা তাকে তুলে নিয়েছি। মনে হয় না তার চোট গুরুতর। কার্টিস আঘাত পেয়েছে পায়ের নিচের অংশে কিংবা গোড়ালির ওপরে। দেখা যাক, ঠিক কোন জায়গাটায় লেগেছে তার। কার্টিস খেলা চালিয়ে যেতে পারেনি, এর মানে হলো কিছু একটা হয়েছে তার। কারণ সে যে কোনো মূল্যে খেলা চালিয়ে যাওয়ার মানুষ।’

জোতার চোটটা বেশি ভাবাচ্ছে ক্লপকে, ‘দিয়াগোর অবস্থা সবচেয়ে বেশি খারাপ মনে হচ্ছে। আমি পুনরায় এখনও দেখিনি। তবে শুনেছি তার চোটের অবস্থা ভালো না। তাই প্রকৃত অবস্থা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।’

আরও পড়ুন

×