ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রবাসীতে ভরা দলে কোরি এন্ডারসন

যুক্তরাষ্ট্রের প্রবাসীতে ভরা দলে কোরি এন্ডারসন

নিউজিল্যান্ডের এন্ডারসন এখন যুক্তরাষ্ট্রের। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪ | ১৪:৪০ | আপডেট: ২৯ মার্চ ২০২৪ | ১৫:৫১

এপ্রিলে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। প্রথমবার জুনে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। তারা ওই সিরিজের প্রস্তুতি সারবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে। মে মাসে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে। 

তার আগে কানাডার বিপক্ষে সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যে দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি এন্ডারসন, মোনাঙ্ক প্যাটেল, নিতিশ কুমার, উসমান রফিকসহ সব প্রবাসী ক্রিকেটার জায়গা পেয়েছেন। 

দলটিতে আছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া ভারতের, পাকিস্তানের, দক্ষিণ আফ্রিকা ও বারবাডোজের ক্রিকেটার। কেবল ৩০ বছরের স্টিভেন টেইলরকে মার্কিন বলা চলে। তিনিও এক সময় বেসবল, বাস্কেটবল, ফুটবলে বুদ ছিলেন। 

যুক্তরাষ্ট্রের দলে ডাক পাওয়া অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ভারতীয়। সহ অধিনায়ক অ্যারন জোনসের জন্ম বারবাডোজে। গজনন্দ সিং, জেসি সিং, সৌরভ নেটরাভেলকার, নিস্বর্গ প্যাটেল, হারমিট সিং, নস্তুষা প্রদীপ কেনজিগে, মিলিন্ড কুমার, নিতিশ কুমাররা ভারতীয়। তাদের কেউ ভারতের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে খেললেও পরে যুক্তরাষ্ট্রে গিয়ে নাগরিকত্ব নিয়েছেন। কেউ শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে বড় হয়েছেন। 

যুক্তরাষ্ট্রের দলে থাকা উসমান রফিক পাকিস্তান থেকে গিয়ে নাগরিকত্ব নিয়েছেন। আন্দ্রিয়েস গোউস, সাদলি ফন শাল্কউইক দক্ষিণ আফ্রিকান। 

যুক্তরাষ্ট্রের দল: মোনাঙ্ক প্যানেল (অধিনায়ক), অ্যারন জোনস (সহ অধিনায়ক), কোরি এন্ডারসন, গজনন্দ সিং, জেসে সিং, সৌরভ নেটরাভেলকার, নিস্বর্গ প্যাটেল, স্টিভ টেইলর, আন্দ্রিয়াস গাউস, হারমিট সিং, সাদলি ফন শাল্কউইক, নস্টু কেনজিগে, মিলিন্ড কুমার, নিতিশ কুমার, উসমান রফিক।

whatsapp follow image

আরও পড়ুন

×