পুনরায় এল ক্লাসিকো খেলানোর আবেদন করবে বার্সা!

বার্সাকে হারিয়েছে রিয়াল। ছবি: সিএনএন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ২০:১৯
রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম লা লিগা ক্লাসিকো হেরেছিল বার্সেলোনা। মধ্যে সুপার কাপের ফাইনালেও হেরেছে কাতালানরা। রোববার রাতে বার্নাব্যুতে লিগ ম্যাচে ৩-২ গোলে হেরেছে জাভি হার্নান্দেজের দল।
তবে ওই ম্যাচে বার্সার একটি গোল না পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বার্সার তরুণ ফুটবলার লামিন ইয়ামালের শট রিয়ালের গোললাইন অতিক্রম করেছে বলে দাবি বার্সার। যদিও ভিএআর চেক করে গোল হয়নি বলে সিদ্ধান্ত দেওয়া হয়।
তবে বার্সার কোচ-খেলোয়াড়দের সঙ্গে প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তও মনে করছেন শটটি গোল লাইন পার হয়েছিল এবং বার্সার গোল পাওয়া উচিত ছিল। যে কারণে রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ম্যাচটি পুনারায় খেলানোর আবেদন করার সম্ভাবনার কথা বলেছেন লাপোর্ত।
তিনি বলেন, ‘আমরা স্প্যানিশ ফেডারেশনের কাছে শটটি গোল হয়েছে কিনা তার সকল ছবি চাইবো। একইসঙ্গে ভিএআর রুমের সকল অডিও বার্তা শুনতে চাইবো। আমরা নিশ্চিত এটা গোল, এটা যদি গোল হয়েই থাকে তাহলে পুনরায় ম্যাচটি আয়োজনের আবেদনের বিষয়টি নাকচ করে দিচ্ছি না।’
আবেদন করলে ম্যাচটি পুনরায় আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্নে লাপোর্ত জানিয়েছেন, ইউরোপিয়ান কাপে সম্ভব হলে লা লিগায় কেন সম্ভব হবে না। গোল লাইন না থাকায় শুধু হতাশাই প্রকাশ করছেন না লাপোর্ত, এটা না থাকায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেটাও বলেছেন।
- বিষয় :
- লা লিগা-২০২৪
- রিয়াল-বার্সা
- রিয়াল মাদ্রিদ