ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ভারতকে হারানো মজার, মজা নিতে দিন: রোহিত 

ভারতকে হারানো মজার, মজা নিতে দিন: রোহিত 

সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:০২

পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছ বাংলাদেশ। ওই আত্মবিশ্বাস নিয়ে দুই টেস্টের সিরিজ খেলতে ভারত সফরে গেছে নাজমুল শান্তর দল। লক্ষ্য ভারতের বিপক্ষেও ভালো খেলা এবং জয় তুলে নেওয়া। বিষয়টি নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, সব দল ভারতকে হারাতে চায়। 

বৃহস্পতিবার চেন্নাই টেস্টের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত বলেন, ‘সব দলই ভারতকে হারাতে চায়। ভারতকে হারানোর মধ্যে আলাদা মজা আছে। (বাংলাদেশ) তাদেরও মজা নিতে দিন।’ 

বাংলাদেশ দল কী ভাবছে, কী বলছে তা নিয়ে চিন্তিত নন বলেও মন্তব্য করেছেন রোহিত শর্মা। বরং নিজেদের খেলায় মনোযোগ তার, ‘আমাদের ম্যাচটা জিততে হবে, সেজন্য আমরা এখানে এসেছি। তারা কী ভাবছে, বলছে তা নিয়ে আমরা চিন্তিত নই। ইংল্যান্ডও খেলতে এসে অনেক কিছু বলেছিল। আমাদের কাজ ফলাফল দেওয়া, ভালো ক্রিকেট খেলা। অন্যকে নিয়ে চিন্তা করা নয়।’ 

বাংলাদেশ সিরিজের গুরুত্ব নিয়েও কথা বলেছেন রোহিত শর্মা এবং এই সিরিজ নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নয় বলেও পরিষ্কার করে দিয়েছেন, ‘বাংলাদেশ সিরিজ গুরুত্বপূর্ণ নয় বলছেন? আমরা যদি না জিতি, দেখেন কী হয়। কথা শুরু হয়ে যাবে, আমরা কীভাবে দ্বিপাক্ষিক সিরিজ হারলাম। কেনো আমাদের হারা উচিত ছিল না ইত্যাদি। ’  

আরও পড়ুন

×