ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, কোন গ্রুপে কারা

ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, কোন গ্রুপে কারা

ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ১৬:৪৮ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ | ১৭:০০

আগামী বছরের ১৫ জুন নতুন ফরম্যাটে মাঠে গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ১৩ জুলাই পর্যন্ত বিশ্বকাপের মতো করেই হবে এই টুর্নামেন্ট। যার ড্র অনুষ্ঠিত হয়েছে। ৩২ দলকে ৮ গ্রুপে ভাগ করা হয়েছে। রিয়াল মাদ্রিদ আছে গ্রুপ ‘এইচ’-এ। মেসির ইন্টার মায়ামি গ্রুপ ‘এ’ তে জায়গা পেয়েছে। 

গ্রুপ ‘এ’: পালমেইরাস (ব্রাজিল), পোর্ত (পর্তুগাল), আল আহলি এফসি (মিশর), ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র)। 

গ্রুপ ‘বি’: পিএসজি (ফ্রান্স), বোটাফোগো (ব্রাজিল), অ্যাথলেটিকো মাদ্রিদ (স্পেন), সেটেল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র)। 

গ্রুপ ‘সি’: বায়ার্ন মিউনিখ (জার্মানি), অকল্যান্ড সিটি (নিউজিল্যান্ড), বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা), বেনফিকা (পর্তুগাল)।

গ্রুপ ‘ডি’: ফ্লামেঙ্গো (ব্রাজিল), স্পোর্টিভ ডি তিউনিশ (তিউনেশিয়া), চেলসি (ইংল্যান্ড), ক্লাব লিওন (মেক্সিকো)। 

গ্রুপ ‘ই’: রিভার প্লেট (আর্জেন্টিনা), রেড ডাইমন্ড (জাপান), মন্টেরেরি (মেক্সিকো), ইন্টার মিলান (ইতালি)। 

গ্রুপ ‘এফ’: ফ্লুমিনেন্স (ব্রাজিল), বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি), উলসান এইচডি (কোরিয়া), মামেলোডি সানডাউনস (রাশিয়া)। 

গ্রুপ ‘জি’: ম্যানসিটি (ইংল্যান্ড), ওয়েদাদ এফসি (মরক্কো), আল আইন (সংযুক্ত আরব আমিরাত), জুভেন্টাস (ইতালি)। 

গ্রুপ ‘এইচ’: রিয়াল মাদ্রিদ (স্পেন), আল হিলাল (সৌদি আরব), পাচুকা (মেক্সিকো), সলসবার্গ (অস্ট্রিয়া)। 

আরও পড়ুন

×