ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ফেডারেশন কাপ

৬ মিনিটের ঝড় আবাহনীর

৬ মিনিটের ঝড় আবাহনীর

তিন মিনিটের ঝলকে আবাহনীর জয়। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ২০:৩৭

৬৪ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন শূন্য। ৬৫ মিনিটে স্পট কিকে ইয়াসিন খান গোল করার পরই ঢাকা আবাহনী ফিরে পায় আত্মবিশ্বাস। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে ৬ মিনিটের ঝড় দেখায় আবাহনী। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে আসেন একেএম মারুফুল হকের শিষ্যরা। 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ ‘বি’তে ফকিরেরপুলকে ৩-০ গোলে হারিয়ে কোয়ালিফায়ারে নাম লিখিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে হারানো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিও নিশ্চিত করেছে প্লে-অফ। তিন ম্যাচে দুই দলের সমান ৯ পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে রহমতগঞ্জ, দুইয়ে আবাহনী। ৪ ফেব্রুয়ারি কিংস অ্যারেনায় গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল।

মঙ্গলবার কুমিল্লায় প্রথমার্ধে নিজেদের মেলে ধরতে পারেনি আবাহনী। বিরতির পর স্বরূপে ফেরে তারা। ৬৫ মিনিটে ভাঙে ম্যাচের ডেডলকও। এনামুল গাজী ডান দিক দিয়ে বক্সে ঢুকে এগিয়ে যাওয়ার সময় ফাউলের শিকার হলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। 

ইয়াসিন স্পট কিকে প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়নদের এগিয়ে নেন। আবাহনীর ঝড়ের শুরুটাও এখান থেকে। ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন হাসান মুরাদ। ৭১ মিনিটে মাহাদি ইউসুফের গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় আবাহনীর।

আরও পড়ুন

×