লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনিশ্চিত

ছবি: সংগৃহিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ০২:৪৭
টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে এবং টেস্ট মর্যাদা পাওয়া দেশগুলোকে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দিতে চালু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। নতুন এই পয়েন্ট ভিত্তিক টুর্নামেন্টকে বিশেষত্ব দিতে ঐতিহাসিক লর্ডসকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছিল।
আগামী জুনে মাঠে গড়ানোর কথা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু করোনার কারণে লর্ডসে ফাইনালটি আয়োজন করা যাবে কি-না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কারণ করোনা। ইংল্যান্ডে আবার করোনার প্রকোপ বেশি। সঙ্গে সেখানে ছড়িয়ে পড়েছে নতুন করোনার নতুন ধরনের প্রকোপ।
আইসিসি তাই এখনও লর্ডসকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু হিসেবে ঘোষণা করতে নারাজ। তারা পরিস্থিতি কোন দিতে যায় তার জন্য অপেক্ষা করতে চায়। এরই মধ্যে অবশ্য করোনার টিকা চলে এসেছে। বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে টিকা প্রদান।
তবে ক্রিকেটারদের টিকা নিয়ে খেলতে হবে এমন কোন নির্দেশনাও পাওয়া যায়নি। অবশ্য করোনার কারণে স্থগিত হয়ে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেকগুলো ম্যাচ। সেগুলো শেষ করে জুনে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে সেই নিশ্চয়তাও নেই। মনে করা হচ্ছে লর্ডসে যদি ফাইনাল আয়োজন সম্ভব না হয়, তাহলে ক্রিকেটারদের সাউদাম্পটন বা হ্যাম্পশায়ারে জৈব সুরক্ষা বলয়ে রাখা হতে পারে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে হলেও ইংল্যান্ড অংশ নিতে পারবে সেই নিশ্চয়তা নেই। পয়েন্ট টেবিল অনুযায়ী, টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে আছে ভারত। দুইয়ে অবস্থান করছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের পয়েন্ট ৪১২ এবং অস্ট্রেলিয়ার ৩৩২। কিন্তু সিরিজ এবং ম্যাচ খেলা ও জয়ের হারে ইংলিশদের চেয়ে এগিয়ে আছে অজিরা। ঘরের মাঠে ফাইনাল খেলতে তাই জো রুটের দলের ভারতের মাটিতে অন্তত তিনটি টেস্ট জিততে হবে। কাজটা অসম্ভব রকমের কঠিন।