ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন মেসি

বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন মেসি

ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২১ | ০৭:০৩

বার্সেলোনার প্রেসিডেন্ট পদ থেকে জোসেপ মারিও বার্তামেউ পদত্যাগ করেছেন। কাতালান ক্লাবটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তাই ভোটের তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে প্রথমে ঘোষিত তারিখে নির্বাচন করা সম্ভব হয়নি।

বিলম্বিত সূচিতে রোববার শুরু হয়েছে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন। দৃঢ় প্রতিদ্বন্দ্বীতার আভাস দিয়েছেন প্রার্থী হুয়ান লাপোর্তা, ভিক্টর ফন্ট এবং টনি ফ্রেক্সা। বেশ ক'জন প্রার্থীর মধ্যে এদের একজনই হয়তো নির্বাচিত হবেন প্রেসিডেন্ট। সেই খবরও পাওয়া যাবে রাতে।

বার্সার ওই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন ক্লাবটির ইতিহাস সেরা ফুটবলার এবং বর্তমান দলের অধিনায়ক লিওনেল মেসি। বড় ছেলে থিয়াগোকে নিয়ে ভোট দিতে আসেন তিনি। সেখানে ভক্তরা স্লোগান দিয়ে মেসিকে বার্সায় থেকে যাওয়ার আহ্বান করেন।

ক্যাম্প ন্যু থেকে মেসি ভোট দেওয়ার পরে ছেলে থিয়োগোকে নিয়ে স্টেডিয়াম ছাড়েন। শুধু মেসি নন বার্সার সার্জিও বুসকেটস, সার্জিও রর্বাতো এবং রিকি পুচ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া বার্সার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল ও সাবেক কাতালান প্রেসিডেন্ট আর্থার মার্শ ভোট দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে হুয়ান লাপোর্তা সবার চেয়ে এগিয়ে বলে স্প্যানিশ সংবাদ মাধ্যমের গুঞ্জন। সাবেক এই বার্সা প্রেসিডেন্ট এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সাহসী বেশ কিছু মন্তব্য করেছেন। এর মধ্যে অন্যতম দাবি হলো- তিনি নির্বাচিত না হলে মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাবেন।

আরও পড়ুন

×