বার্সার প্রেসিডেন্ট হলেন লাপোর্তা

ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ০২:১৪
জোসেপ মারিও বার্তামেউয়ের উত্তরসূরী হিসেবে বার্সেলোনার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তিনজন। হুয়ান লাপোর্তা, ভিক্টর ফন্ট এবং টনি ফ্রেক্সা। এদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট লাপোর্তা এগিয়ে ছিলেন বলে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানায়। তাদের অনুমানই সত্য হয়েছে। প্রায় দেড় দশক পরে আবার বার্সার প্রেসিডেন্ট হয়ে ফিরেছেন হুয়ান লাপোর্তা।
কাতালান ক্লাবটির এই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন মোট ৫৫ হাজার ৬১১ জন। এর মধ্যে লাপোর্তা একাই পেয়েছেন ৫৪.৩ শতাংশ ভোট। ভিক্টর ফন্ট পেয়েছেন ৩০ শতাংশ ভোট এবং টনি ফ্রেক্সা পেয়েছেন মাত্র ৯ শতাংশ ভোট। এর আগে ২০০৩ সালে বার্সার দায়িত্ব নেন তিনি। সাত মৌসুম প্রেসিডেন্টের দায়িত্বে থেকে বার্সাকে তিনি বিশ্বের সেরা ক্লাবে পরিণত করেন লাপোর্তা।
নতুন মেয়াদে বার্সার দায়িত্ব নেওয়া লাপোর্তার কাজ হবে ক্লাবটির ইতিহাস সেরা ফুটবলার এবং বর্তমান দলের অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন করা। চলতি মৌসুম শেষে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তবে লাপোর্তা আগেই আশ্বস্ত করেছেন, তিনি প্রেসিডেন্ট হলে মেসি ক্যাম্প ন্যু তে থেকে যাবেন।
রোববার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ভোটও দিতে এসেছিলেন মেসি। যার অর্থ পছন্দের প্রার্থী প্রেসিডেন্ট হলে বার্সায় থেকে যাবেন তিনি। এ ব্যাপারে লাপোর্তা বলেছেন, 'মেসির ভোট দিতে আসা, নির্বাচনে অংশ নিতে দেখা খুবই খুশির ব্যাপার। ২০ বছর আগে বার্সার যুবা দলে তার অভিষেক হয়। তার ভোট দিতে আসার অর্থ পরিষ্কার। মেসি বার্সাকে ভালোবাসে।'
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিয়ে লাপোর্তা বলেন, 'বার্সার ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্বাচন এটি। আমরা আধুনিক সময়ের সঙ্গে সংগঠিক হওয়ার চেষ্টা করবো।' ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরাজিত হওয়া ভিক্টর ফন্ট অভিনন্দন জানিয়েছেন লাপোর্তাকে। তার মতে, গণতান্ত্রিক উপায়ে লাপোর্তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বার্সার জন্য ভালো।