এখনও আইসিইউতে পেলে, অবস্থা স্থিতিশীল
কিংবদন্তি ফুটবলার পেলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৫:৪২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৬:১৯
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে ৮০ বছর বয়সী পেলের। তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, 'জ্ঞান ফিরেছে ব্রাজিলিয়ান কিংবদন্তির। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল।'
১ সেপ্টেম্বর এক টুইট পোস্টে পেলে জানান তিনি সুস্থ আছেন। অস্ত্রোপচারের পর কেবিনে নেওয়া হলেও গত মঙ্গলবার তাকে আইসিইউতে নেওয়া হয়।
নতুন করে ইন্সটাগ্রামে এক পোস্টে পেলে জানান, ‘প্রতিদিন আগের তুলনায় সুস্থবোধ করছি।' মজার ছলে তিনি বলেন, 'আমি মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
গত ৩১ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পেলে। রুটিন টেস্টে তার শরীরে ধরা পড়ে টিউমার। সেটা ক্যানসার কিনা- জানা যায়নি।
কয়েক বছর ধরে শরীর ভালো যাচ্ছে না পেলের। ২০১৫ সালে ছয় মাসের মধ্যে দু'বার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ২০১৯ সালে মূত্রতন্ত্রের সংক্রমণের কারণে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয় ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।
ব্রাজিলের জার্সি গায়ে ৭৭ গোল রয়েছে পেলের। সূত্র: আল-জাজিরা
- বিষয় :
- ব্রাজিল
- পেলে
- আইসিইউ
- আইসিইউতে পেলে
- কিংবদন্তি ফুটবলার