ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

'ফিল্ডিংয়ে গেইলকে লুকিয়ে রাখতে হয়'

'ফিল্ডিংয়ে গেইলকে লুকিয়ে রাখতে হয়'

ক্রিস গেইল

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৩৭ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৪৩

ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো কেউই অনুশীলনে আসেন না। ফরচুন বরিশালে যোগ দেওয়ার পর মেরেকেটে একদিন অনুশীলনে ছিলেন। এরপর শুধু ম্যাচ খেলেন ক্যারিবীয় এ দুই ক্রিকেটার। যদিও গেইলের মাঠের পারফরম্যান্স এখনও সমর্থকদের মুগ্ধ করতে পারেনি। পাঁচ ম্যাচ খেলেও ম্যাচজয়ী ইনিংস উপহার দিতে পারেননি। এরপরও অনুশীলন করে নিজেকে ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা নেই তার। 

গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের ব্যাটিং কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে জানতে চাওয়া হয় গেইলের কারণে দলে অস্বস্তি কাজ করছে কিনা? তিনি বলেন, 'গেইল অনেক বছর খেলছে। ক্যারিবীয়রা এরকমই, অনুশীলন খুব বেশি করে না। এভাবেই খেলে অভ্যস্ত তারা। আমাদের দলের পরিবেশও সেভাবে সেট করা হয়েছে।

গেইলের অনুশীলন না করা নিয়ে টিম ম্যানেজমেন্টের আপত্তি না থাকলেও তার পারফরম্যান্সে হতাশ। ফাহিম বলেন, 'সে যে মানের ক্রিকেটার সেভাবে পারফর্ম করতে পারছে না। তার কাছ থেকে বড় ইনিংস পাওয়া যায়নি। এখনও কয়েকটি ম্যাচ হাতে আছে। আশা করি সে বড় ইনিংস খেলে দেবে।' 

গেইলের বয়স এখন ৪২ বছর। অনুশীলনে তার শরীর মন টানে না। বরং ফিল্ডিংয়ে তাকে লুকিয়ে রাখতে হয় বলে মনে করেন ফাহিম। তার মতে, 'ব্যাটিং ছাড়া তার কাছ থেকে বেশি কিছু পাওয়া যায় না। ফিল্ডিংয়ে লুকিয়ে রাখতে হয়। সে হিসেবে গেইলের কাছ থেকে এখনও ভালো কিছু পাওয়া যায়নি।'

আরও পড়ুন

×