ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

৪৪ বিলিয়ন ডলারেই টুইটার কিনতে রাজি ইলন মাস্ক

৪৪ বিলিয়ন ডলারেই টুইটার কিনতে রাজি ইলন মাস্ক

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৬ অক্টোবর ২০২২ | ০১:৩৮

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক তাঁর প্রস্তাবিত ৪ হাজার ৪০০ কোটি ডলার দামেই টুইটার কিনতে সম্মত হয়েছেন। শেয়ারপ্রতি ৫৪ ডলার ২০ সেন্ট দামের প্রস্তাব দিয়ে এপ্রিল মাসে টুইটার কিনে নেওয়ার সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন মাস্ক। স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটার সঠিক তথ্য দিচ্ছে না- এ অজুহাতে গত জুলাই মাসে টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ঠুনকো অজুহাতে টুইটার কেনার চুক্তি ভঙ্গ করার দায়ে আদালতে মামলা করে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি।

তবে টুইটার অধিগ্রহণ-সংক্রান্ত ইলন মাস্ক, জ্যাক ডরসি, পারাগ আগারওয়ালসহ প্রযুক্তি খাতের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বার্তা বিনিময়ের স্ট্ক্রিনশট ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব স্ট্ক্রিনশট টুইটারের পক্ষে যাবে। টুইটারের মামলার বিচারকাজ এখনও শুরু হয়নি। বিচারকাজ শুরু হলে আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন মাস্ক। আর এ ঘটনা প্রকাশিত হওয়ার পর সুর পাল্টেছেন মাস্ক। মাস্কের আইনজীবীরা টুইটারকে পাঠানো এক চিঠিতে পূর্বনির্ধারিত দাম দিয়েই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি কিনে নিতে ইচ্ছুক বলে জানিয়েছেন।

ইলন মাস্কের পক্ষে টুইটারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মামলার বিষয়ে আপস করলেই টুইটার অধিগ্রহণ সম্পন্ন করবেন মাস্ক। এদিকে ইলন মাস্কের পুনরায় টুইটার কেনার বিষয়ে নতুন এই ঘোষণার ফলে টুইটারের শেয়ারদর ১২.৪৭ শতাংশ বেড়ে ৪৭.৯৩ ডলারে পৌঁছেছে। তবে মাস্কের প্রতিষ্ঠান টেসলার শেয়ারদর ৩ শতাংশ কমেছে। গত এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। তবে সপ্তাহখানেক পর টুইটার কেনার প্রস্তাব বাতিল করে তিনি বলেন, টুইটারে বট অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের মতো ধরা হলেও সেটি আরও অনেক বেশি। এ ঘটনায় টুইটার পরিচালনা পর্ষদ আদালতে মামলা ঠুকে দিয়েছে।

আরও পড়ুন

×