ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

বাক্কোর কার্যনির্বাহী কমিটি পুনর্গঠিত

সভাপতি তানভীর, সম্পাদক ফয়সল

বাক্কোর কার্যনির্বাহী কমিটি পুনর্গঠিত

বাক্কোর কার্যনির্বাহী কমিটি পুনর্গঠিত

আইসিটি ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪১ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪৩

তথ্যপ্রযুক্তি খাতের অন্তর্ভুক্ত শিল্পের মধ্যে অন্যতম ‘বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও)’। এই শিল্পের বাণিজ্যিক সংগঠন হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

বিপিও শিল্প খাত আন্তর্জাতিক বাজারে সেবা রপ্তানির মাধ্যমে বছরে ৮০ কোটি মার্কিন ডলার রাজস্ব আয়ের বর্ধনশীল শিল্পক্ষেত্র হয়ে উঠেছে।

বিপিও শিল্পে এখন কর্মরত জনসম্পদের সংখ্যা ৮০ হাজারের বেশি; যার ৪০ শতাংশই নারী। বাক্কো ২০২৫ সালের মধ্যে বিপিও শিল্প খাতে শতকোটি মার্কিন ডলার রাজস্ব আয় তৈরি ও লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতাজনিত কারণে কমিটির সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, ১২ সেপ্টেম্বর পারিবারিক কারণে সভাপতি ওয়াহিদ শরীফ ও ১৪ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণে পরিচালক মো. ফজলুল হক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেন।

সংগঠনের কার্যক্রম স্বাভাবিক রাখতে বাক্কোর ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন ও দায়িত্ব পুনর্বন্ঠন করা হয়।

পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অটোমেশন সল্যুশন্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তানভীর ইব্রাহীম ও সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম।

আরও পড়ুন

×