ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নিজের প্রোফাইলে অনুপ্রবেশ

নিজের প্রোফাইলে অনুপ্রবেশ

ফাইল ছবি

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫ | ০০:৩২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ | ১৭:১৪

নিজের অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গেলে অন্যরা আদৌ দেখতে পায় কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। লগ আউট (ফেসবুক) অপশন খুবই জরুরি ও কার্যকর। অনেক সময় দরকারি কোনো কাজ থাকলে তাতে মনোযোগ দিতে ফেসবুক লগ আউট করা শ্রেয়।

অন্যরা কী দেখে

লগ আউট হলেও অন্যরা আরেকজনের প্রোফাইল দেখতে পাবেন। লগ ইন থাকলেও যেমন সার্চ বা নিউজ ফিডে আসেন, ঠিক তেমনি লগ আউট হয়ে থাকলেও প্রক্রিয়াটি সচল থাকে। সুতরাং লগ আউট হয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট ‘হাইড’ হয়ে যাওয়ার দুশ্চিন্তা করার কিছু নেই। 

অন্য কোনো দরকারি কাজে মনোযোগ দেওয়ার জন্য মিডিয়াটি থেকে লগ আউট থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

লগ আউট হলে কি মেসেঞ্জারেও লগ আউট হয়

না, ফেসবুক থেকে লগ আউট হলে মেসেঞ্জার থেকে লগ আউট হয় না। যদি ফেসবুক থেকে লগ আউট হয়ে যান, তাহলে মেসেঞ্জার সচল থাকে। দুটি অ্যাপের ডেভেলপার মেটা হলেও পুরোপুরি স্বাধীনভাবে কাজ করে ফেসবুক আর মেসেঞ্জার। সুতরাং ফেসবুক থেকে লগ আউট হলেও মেসেঞ্জার থাকবে অ্যাকটিভ।

লগ আউট কি জরুরি

টানা ফেসবুক ব্যবহারের ফলে শারীরিক ও মানসিক ক্ষতির শঙ্কার কথা বলেছেন মানসিক ডাক্তাররা। কারও চোখের দৃষ্টিশক্তি দুর্বল হতে পারে। বাড়তে পারে ভার্চুয়াল উৎকণ্ঠা-উদ্বেগ। প্রয়োজনীয় কাজ, যেমন– পরিপূর্ণ বিশ্রাম, পড়াশোনা, শরীরচর্চার ক্ষেত্রে মনোযোগ বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রবল।

আরও পড়ুন

×