ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ০২:৩১ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০২:৩১

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পাওনা টাকা চাওয়ায় হারুন সরদার (৫৫) নামের এক রুটি দোকানদারকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে উপজেলার কাপালির হাটে এ ঘটনা ঘটে। আহত হারুন সরদারকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত হারুন সরদার জানান, পাওনা ৩ হাজার টাকার মধ্য থেকে ১ হাজার টাকা চাওয়ায় মজিবর হাওলাদার ছেলে সজিব ও সুজন এবং হাবিব হাওলাদারের ছেলে সোহেল হাওরাদার তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে দোকানের চায়ের ক্যাটলিতে থাকা উত্তপ্ত গরম পানি ছুঁড়ে মারে এবং রুটি ভাজার গরম তাওয়া (খোলা) দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। একইসঙ্গে তার দোকান ভেঙে তছনছ করা হয় বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুল ইসলাম ইব্রাহিম জানান, হারুন সরদার রুটির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার সকালে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে।

এদিকে হারুন সরদারের উপর হামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভান্ডারিয়া থানা উপ-পরিদর্শক মো. বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×