ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বেতাগী ছাত্রলীগ সভাপতির ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

বেতাগী ছাত্রলীগ সভাপতির ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুন। ছবি- সংগৃহীত।

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৩৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৩৯

বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের মাদক সেবনের একটি ভিডিও সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় সৃষ্টি হয়েছে তোলপাড়। 

 ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ সভাপতি মিথুন একটি রুমের মধ্যে বসে ইয়াবা সেবন করছেন। পাশে বসে তাকে ইয়াবা সেবনে অন্য একজন সহযোগিতা করছেন। কিন্তু ওই ব্যক্তির চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।

১৫ সেকেন্ডের ইয়াবা সেবনের ভিডিওটি সোমবার (১৯ আগস্ট) রাত থেকে ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

নাম গোপন রাখা শর্তে বেতাগী উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিথুন শুধু মাদকসেবীই নন, তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। ছাত্রলীগ সভাপতি পদের প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন। 

জানা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিথুন উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে মিথুনের বাবা আওয়ামী লীগে যোগ দিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর থেকেই মিথুনের ছাত্রলীগের রাজনীতিতে উত্থান শুরু হয়। সবশেষ ২০১৭ সালে বেতাগী উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মিথুন সভাপতি নির্বাচিত হন। এই কমিটি মেয়াদ অতিক্রম করে ৫ বছর ধরে দায়িত্ব পালন করছে।

এ বিষয়ে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন বলেন, এটা আমরা শীতের সময়ে কয়েকজন মিলে ফান করছিলাম, তখনকার ভিডিও। এরমধ্যে থেকে ‘সামহাউ’ কেউ এটা অন্যভাবে করছে।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ভিডিওর বিষয়ে শুনেছি। ভিডিওটি দেখে আমরা তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন

×