দুর্গা প্রতিমা বিসর্জন
জকিগঞ্জের কাস্টমস ঘাটে বাংলাদেশ-ভারত উৎসবের এক রঙ

কুশিয়ারার দু'পাড়ে দুর্গা প্রতিমা বিসর্জন দিচ্ছেন বাংলাদেশ ও ভারতের সনাতন ধর্মাবলম্বীরা। ছবি-সমাকাল
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ০৯:০৬ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ০৯:৩৯
সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর কাস্টমস ঘাটের উল্টো পাড়ে ভারতের করিমগঞ্জ জেলা শহর। প্রতিবছর এই স্থানে কুশিয়ারার দু'পাড়ে দুর্গা প্রতিমা বিসর্জন দেন বাংলাদেশ ও ভারতের সনাতন ধর্মাবলম্বীরা।
বুধবার প্রতিমা বিসর্জনের দিনে হাজার হাজার মানুষের মিলনমেলায় পরিণত হয় দুই তীর। দুই দেশের নাগরিকদের সরাসরি মেলার সুযোগ না হলেও ঢাকঢোল, কাঁসর, করতাল, মন্দিরা, বাঁশি ও শঙ্খ ধ্বনিতে এক হয়ে ওঠেন।
এ দিন দুপুর থেকেই সনাতন ধর্মাবলম্বীরা চোখের জলে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানানো শুরু করেন। বিকেল ৩টা পর্যন্ত জকিগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ থেকে শোভাযাত্রা করে কাস্টমস ঘাটে প্রতিমা বিসর্জন দেন ভক্তরা। এ সময় দুই তীরে জড়ো হয় হাজারও পূজারি, ভক্ত, অনুরাগী, দর্শনার্থী ও শুভার্থীরা। মর্ত্যলোক থেকে ভক্তরা কৈলাসে দেবীকে বিদায় জানান নেচেগেয়ে। উৎসবের বর্ণিল রঙ ছুঁয়ে যায় কুশিয়ারার দুই পাড়ে।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ জকিগঞ্জের সর্বস্তরের মানুষ। প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে শেষ করতে ঘাটে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, আনসার সদস্যরা। স্পিডবোট নিয়ে টহল দেওয়া ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরাও উভয় পাড়ের দর্শনার্থীদের প্রতি ছিলেন আন্তরিক।