ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বাসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল কিশোরের

বাসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল কিশোরের

প্রতীকী ছবি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০১:১৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০১:১৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে রিয়াদ হাসান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দি‌কে দর্শনা-মু‌জিবনগর সড়‌কের কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গা নতুনপাড়া মো‌ড়ে এ দুর্ঘটনায় মাইক্রোবাসচালক শামীম হোসেন নিহত হয়েছেন। তাকে দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

নিহত রিয়াদ হাসান দামুড়হুদা উপ‌জেলার আরামডাঙ্গা গ্রা‌মের ইউনুছ আলী বিশ্বা‌সের ছে‌লে।

স্থানীয়রা জানান, সকালে শা‌মীম মাই‌ক্রোবাস‌টি চা‌লি‌য়ে বাঘাডাঙ্গা থে‌কে কার্পাসডাঙ্গায় নি‌য়ে আস‌ছি‌ল। তার সঙ্গে ছিল রিয়াদ হাসান। এ সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাই‌ক্রোবাস‌টি এক‌টি বা‌সের সাঙ্গে ধাক্কা লা‌গে। এ‌তে মাই‌ক্রোবা‌সে থাকা কি‌শোর রিয়াদ ঘটনাস্থ‌লেই মারা যায়।

দামুড়হুদা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ফের‌দৌস ওয়া‌হিদ সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

whatsapp follow image

আরও পড়ুন

×