ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

মালালা ফান্ডের অর্থায়ন

প্রত্যন্ত হাওরের ৮ বিদ্যালয় পেল মাল্টিমিডিয়া সামগ্রী

প্রত্যন্ত হাওরের ৮ বিদ্যালয় পেল মাল্টিমিডিয়া সামগ্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১০:৫১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১০:৫১

কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওর উপজেলা নিকলীর আটটি মাধ্যমিক বিদ্যালয়কে মাল্টিমিডিয়া সামগ্রী দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রীদের জন্য দেওয়া হয়েছে স্যানিটারি ন্যাপকিন।

বুধবার উপজেলা সদরের শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকের হাতে মালালা ফান্ডের অর্থায়নে একটি করে ল্যাপটপ, রিচার্জেবল সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, স্ট্ক্রিন, চেয়ার ও টেবিল এবং ১ হাজার ৮০০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। সব মিলিয়ে বিদ্যালয়গুলোকে ১ লাখ ৬২ হাজার টাকার উপকরণ দেওয়া হয়েছে।

শান্তিতে নোবেল বিজয়ী আলোচিত পাকিস্তানি নাগরিক মালালা ইউসুফ জাইয়ের 'মালালা ফান্ড' বিশ্বের ৮৪টি দেশে নারী শিক্ষার উন্নয়নে কাজ করছে। ফান্ডের পক্ষ থেকে বেসরকারি সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এসব সামগ্রী বিতরণ করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঞা, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান হাবীব, উপজেলা একাডেমিক সুপারভাইজার হারাধন কুমার দেব ও পপির জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম।

উপকরণ পাওয়া বিদ্যালয়গুলো হলো- শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, আলীয়াপাড়া বড়কান্দা নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, জারইতলা স্কুল অ্যান্ড কলেজ, রসুলপুর হানিফ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এবং ছাতিরচর উচ্চ বিদ্যালয়।

ফরিদুল আলম জানান, 'একটি শিশু, একজন শিক্ষক, একটি কলম ও একটি বই পৃথিবীকে বদলে দিতে পারে', মালালার এই উক্তি বাস্তবায়নের লক্ষ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। জানুয়ারির প্রথম থেকে উপকরণ পাওয়া বিদ্যালয়গুলোতে ওয়াইফাই চালু করে দেওয়া হবে। এর মাসিক বিলও পরিশোধ করবে পপি। আর মাল্ডিমিডিয়া উপকরণগুলোর সার্থক ব্যবহার মনিটর করার জন্য প্রতি দুটি বিদ্যালয়ে একজন পপি কর্মী দায়িত্ব পালন করবেন।

whatsapp follow image

আরও পড়ুন

×