বেতাগীতে সার্ভেয়ার ও তহশিলদারের হয়রানির প্রতিবাদে মানবদ্ধন

ভূমি অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় - সমকাল
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ০৩:৩৯ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ | ০৩:৪৭
বরগুনার বেতাগীতে জমি নিয়ে ইউনিয়ন ভূমি অফিসের সার্ভেয়ার ও তহশিলদারের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার পৌর শহরের ভূমি অফিসের প্রধান ফটকের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানববন্ধনে কে.এম. মারুফ রেজা অভিযোগ করেন, গত ১৫ দিন ধরে ভূমি অফিসের লোকজন আমাকে নানাভাবে হয়রানি করে আসছেন। সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও রেকর্ডীয় মালিকের কাছ থেকে আমার ক্রয়কৃত দুই শতাংশ জমি খাস খতিয়ানে নেওয়ার জন্য তাঁরা উঠেপড়ে লেগেছেন। এ ছাড়াও তারা স্থানীয় একাধিক মানুষকে হয়রানি করে আসছেন। এর প্রতিকার হওয়া দরকার।
এ বিষয়ে বেতাগী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. আবুল বাসার বলেন, 'আমাদের সঙ্গে স্থানীয় কোনো মানুষের দ্বন্দ্ব নেই। রাষ্ট্রীয় স্বার্থে সরকারি জমি রক্ষার্থে নানা পদক্ষেপ নিতে হচ্ছে।'
বিষয়টি অস্বীকার করে বেতাগী ইউনিয়ন ভূমি অফিসের সার্ভেয়ার মো. রিয়াজ মাহামুদ বলেন, তার জমি ইউনিয়ন ভূমি অফিসের বাউন্ডারি দেওয়ালের বাইরে। গত ১৫ বছর ধরে তার কোনো খাজনা দাখিলা নেই। এটা তার জমি নয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বেতাগী পৌরসভার প্যানেল মেয়র মাসুদুর রহমান খান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নওরোজ সিকদার, বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কে.এম. মারুফ রেজা, মো. ফারুক বিশ্বাস, সোনা মিয়া, মোসা. মেরি বেগম প্রমুখ বক্তব্য দেন।
- বিষয় :
- বেতাগী