ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩ | ১১:১০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ | ১১:১০

নওগাঁর মান্দায় গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার নুরুল্লাবাদ হাজীপাড়া মসজিদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রাতেই থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এ অভিযানে উপজেলা জামায়াতের সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন (৫২), মাসুদ রানা (২৬),মাইনুল ইসলাম (৫৫),মাছুম বিল্লাহ (৩০), সামসুল আলম (৫৯), হোসাইন ইসলাম দুখু (২৬), তহিদুল ইসলাম (৫৬), আজম উদ্দিন (৫৬), মো. আলাউদ্দিন (৩৫), আফজাল হোসেন (৪৮), আব্দুস সালাম (৩৫), আব্দুস সালাম (৪৬), রেজাউল ইসলাম (৩৮), গুলবর রহমান (৩৬) ও উজ্জল হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

মান্দা থানার ওসি নূর এ আলম সিদ্দিকী বলেন, এলাকায় নাশকতা সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নুরুল্লাবাদ হাজীপাড়া মসজিদে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতেই সেখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, রাতেই ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

আরও পড়ুন

×