ব্রিজের পাশ থেকে অটোবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:৪১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৪৯
গাইবান্ধায় রাজু মিয়া (২০) নামের এক অটোবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ এলাকায় রেল লাইনের ৬৫-এফ নম্বর ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজু মিয়া (২০) সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (চান্দের বাজা) গ্রামের শফিউল ইসলামের (ভুন্দু) ছেলে।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান স্বজনদের বরাত দিয়ে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে রাজু মিয়া অটোবাইক নিয়ে বের হন । কিন্তু সন্ধ্যা পার হলেও আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের লোকজন রাজুর মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে সবাই মিলে রাজুকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন ওই স্থানে রাজুর গলা কাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাজুর মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান,রাজুর অটোবাইকটি হত্যাকারীরা নিয়ে গেছে। হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।