ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

মৌলভীবাজার সরকারি কলেজ

নবীনবরণের অনুমতি না পাওয়ায় আন্দোলনের হুমকি

নবীনবরণের অনুমতি না পাওয়ায় আন্দোলনের হুমকি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৫৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৫৭

মৌলভীবাজার সরকারি কলেজের অডিটোরিয়ামে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান করার অনুমতি দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা। সংগঠনের জেলা শাখা গতকাল বুধবার রাতে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে।

জানা গেছে, মৌলভীবাজার সরকারি কলেজে ভর্তি হওয়া এইচএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করে ছাত্র ফ্রন্ট। এ অনুষ্ঠানের জন্য অডিটোরিয়াম ব্যবহার করতে এক সপ্তাহ ধরে অধ্যক্ষের অনুমতি নেওয়ার চেষ্টা করছিলেন নেতারা। তবে গত বুধবার বিকেলে জটিলতা এড়াতে অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেন অধ্যক্ষ।

পরে ছাত্র ফ্রন্টের জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর যুক্ত বিবৃতিতে জানান, একাদশ শ্রেণির নবাগত ও অগ্রজ শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে নবীনবরণের প্রস্তুতি নেয় ছাত্র ফ্রান্ট। অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে আবেদনও করেন ছাত্র নেতারা। কিন্তু অধ্যক্ষ অনুমতি দিতে অস্বীকৃতি জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ অনুষ্ঠান করতে না দেওয়া স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন নেতারা। একই সঙ্গে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে অধ্যক্ষের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তাঁরা।

এ বিষয়ে ছাত্রলীগের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব রহমান বলেন, নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা উজ্জীবিত হয়। এ অনুষ্ঠানের যথেষ্ট ইতিবাচক দিক রয়েছে। অধ্যক্ষ কেন নবীনবরণ অনুষ্ঠানের জন্য অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি দেননি, তিনিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।

কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ বলেন, ১ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান করা হয়েছে। একটি ছাত্র সংগঠন নবীনবরণ অনুষ্ঠান করতে অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি চেয়েছিল। জটিলতা এড়াতে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন

×