গুঁড়িয়ে দেওয়া হলো আরও ৬ ইটভাটা, ২০ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ১৫:৫১ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ১৫:৫১
ঢাকার ধামরাইয়ে অবৈধ ছয়টি ইটভাটা আংশিক গুঁড়িয়ে দিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০ লাখ টাকা জরিমানাও করা হয় মালিকদের।
আজ বৃহস্পতিবার সকালে শুরু হওয়া অভিযান বিকেল পর্যন্ত চলে উপজেলার জয়পুরা, সোমভাগ, ডাউটিয়া ও দেপাশাই এলাকায়।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, বায়ুদূষণের অভিযোগে ধামরাইয়ের জয়পুরা এলাকার মেসার্স নির্মাণ ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স কাজলী ব্রিকসকে ৩ লাখ, মেসার্স বাংলা ব্রিকসকে ৩ লাখ, সোমভাগ এলাকার মেসার্স ইউএসএ ব্রিকসকে ৪ লাখ, ডাউটিয়া এলাকার মেসার্স লাকী ব্রিকসকে ২ লাখ ও দেপাশাই এলাকার সুপার ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভাটাগুলো চিমনিসহ অংশবিশেষ এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর কোনোটিরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের নিবন্ধন ছিল না।
অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার তনুর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন অধিদপ্তরের সহকারী পরিচালক অনিতা ঘোষ, পরিদর্শক ফাতেমা-তুজ জোহরা প্রমুখ।
- বিষয় :
- ইটভাটা
- জরিমানা
- অবৈধ ইটভাটা
- ঢাকা
- ধামরাই