ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

পেকুয়ায় দেবরের হাতে ভাবি খুন

পেকুয়ায় দেবরের হাতে ভাবি খুন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৩ | ১৫:০০ | আপডেট: ২৫ মে ২০২৩ | ১৫:০০

কক্সবাজারের পেকুয়ায় বসতবাড়ির দেওয়াল নির্মাণের জের ধরে দেবরের হাতুড়ির আঘাতে ভাবি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কহিনুর আকতার (৪০) মালয়েশিয়া প্রবাসী আমির হোসাইনের স্ত্রী। দেবর আলী আহমদ (৩০) একই এলাকার মৃত পেটান আলীর ছেলে। এ ঘটনায় আলী আহমদের স্ত্রী হোমায়রা বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের মেয়ে রোকেয়া বেগম বলেন, আমার চাচা আলী আহমদ দীর্ঘদিন ধরে আমার বাপের বাড়ির সীমানার ওপর দেওয়াল তুলে ঘর নির্মাণ করতে চাচ্ছিলেন। কিন্তু আমার মা তাতে সম্মতি না দেওয়াতে হত্যার হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় আজ দুপুরে চাচা ও চাচী হুমায়রা বেগম আমার মাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় কহিনুর আকতারকে পেকুয়ার একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতদেহের সুরতহাল করেন পেকুয়া থানার পুলিশ সদস্য শারমিন শিলা। তিনি বলেন, নিহতের মাথায় ও বুকে ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, আঘাতপ্রাপ্ত হওয়ার পর ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে হত্যাকাণ্ডে জড়িত এক নারীকে আটক করা হয়েছে। বাকি ঘাতকদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


আরও পড়ুন

×