ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

তাড়াশে প্রতিবন্ধী ভাতার তালিকায় ৯ প্রবাসীর নাম

তাড়াশে প্রতিবন্ধী ভাতার তালিকায় ৯ প্রবাসীর নাম

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ১০:০৩ | আপডেট: ০২ এপ্রিল ২০২০ | ১০:০৪

তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়ন পরিষদের সরকারি ওয়েবসাইটে প্রতিবন্ধীদের ভাতার তালিকায় ৯ প্রবাসীর নাম রয়েছে বলে অভিযোগ করেছেন সোহেল সরকার নামে এক প্রবাসী। 

দরিদ্রদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে বারুহাঁস ইউনিয়ন পরিষদের সরকারি ওয়েবসাইটে ঢুকে এ তথ্য জানতে পারেন তিনি। তিনি ওই ইউনিয়নের কাজিপুর গ্রামের সাহাদত সরকারের ছেলে। বর্তমানে লন্ডনে বসবাস করছেন।

সোহেল জানান, ইউনিয়ন পরিষদের সরকারি ওয়েবসাইটে দেখতে পান, প্রতিবন্ধী ভাতার তালিকায় এক থেকে নয়জন প্রবাসীর নাম রয়েছে। যারা সবাই তার নানার বাড়ির আত্মীয় এবং একই উপজেলার পার্শ্ববর্তী সগুনা ইউনিয়নের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করার পাশাপাশি বসবাস করছেন। বিষয়টি জানতে পেরে তিনি পরিচিত সাংবাদিকদের মোবাইল ফোনে জানান।

এরপর স্থানীয় সাংবাদিকরা ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে ঢুকে দেখতে পান, বারুহাঁস ইউনিয়নের প্রতিবন্ধী ভাতার তালিকায় প্রথমেই যার নাম রয়েছে তিনি আলহাজ জহিরুল ইসলাম জুয়েল, বর্তমানে ইতালিতে বসবাস করছেন। ২নং জাহাঙ্গীর আলম রুবেল, তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন। ৩নং তালিকায় রয়েছেন জাকারিয়া ইসলাম ও ৪নং জয়নাল আবেদীন রোজ। তারা দু'জনেই লন্ডনে বসবাস করছেন। এ ছাড়া ৫নং জহুরা খাতুন (তার নানি) তিনিও লন্ডনে বসবাস করেন। ৬নং কামরুজ্জামান ইতালিতে বসবাস করেন এবং ৭ নম্বরে প্রতিবন্ধী ভাতাপ্রাপ্তদের তালিকায় নাম থাকা বিউটি খাতুন, সাথী খাতুন, বিদ্যুৎ হোসেন তিনজনই লন্ডন প্রবাসী। তারা সেখানে চাকরি করেন।

এ প্রসঙ্গে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন জানান, প্রতিবন্ধী ভাতার তালিকা অনেক আগে করা হয়েছে এবং সেটা সেভাবেই রয়ে গেছে। তবে অন্য ইউনিয়নের লোকজনের নাম থাকার কথা না। এদিকে এ কথা বলার আধাঘণ্টা পরই ওই ওয়েবসাইটে ঢুকে দেখা যায় ইউনিয়ন পরিষদের অন্যান্য ভাতার সুবিধাভোগীদের নামের তালিকা সেখানে বিদ্যমান থাকলেও অভিযোগ ওঠা ওই প্রবাসীদের নাম মুছে ফেলা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্তকর্তা মো. আলাউদ্দিন বলেন, তিনি সদ্য এ উপজেলায় যোগদান করেছেন। বিষয়টি দেখে পরে জানাবেন।

এ প্রসঙ্গে তাড়াশ ইউএনও ইফ্‌ফাত জাহান জানান, বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






আরও পড়ুন

×