গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ
সুপেয় পানি পাচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে স্থাপিত পানির প্লান্ট
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ০৪:১১ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ০৪:১১
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ১৭ হাজার শিক্ষার্থীর জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। সিইডিপি’র অর্থায়নে কলেজ ক্যাম্পাসে ১১টি নিরাপদ ও সুপেয় পানির ফিল্টার স্থাপন করেছে কলেজ কর্তৃপক্ষ। এতে ব্যয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা। ১০টি ফিল্টার কলেজের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে ও একটি কলা ভবনের বাইরে স্থাপন করা হয়েছে। এখান থেকে পথচারীরাও নিরাপদ ও সুপেয় পানি পান করতে পারছেন।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৈকত হাবিব বলেন, ক্যাম্পাসে দীর্ঘদিন নিরাপদ ও সুপেয় পানির অভাব ছিল। কর্তৃপক্ষ দীর্ঘদিন পর এ কষ্ট লাঘবের উদ্যোগ নিয়েছে। তারা ১১টি পানির ফিল্টার স্থাপন করে দিয়েছে। এখান থেকে নিরাপদ পানি পান করা যাচ্ছে।
বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অথৈই আক্তার ঝিলমিল বলেন, নিরাপদ ও সুপেয় পানি থাকলে নিশ্চিতে পান করা যায়। এতে কলেজের ক্লাস করতে সুবিধা হয়।
পানির প্লান্ট স্থাপনের উদ্যোক্তা হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহাদৎ হোসেন। তিনি বলেন, সিইডিপি’র অর্থায়নে ৫ লাখ টাকা ব্যয়ে অ্যাকাডেমিক ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১১টি পানির প্লান্ট স্থাপন করা হয়েছে। যারা বঙ্গবন্ধু কলেজে প্রাতঃকালীন বা বৈকালিক ভ্রমণে আসেন, তাঁরাও এ পানি পান করতে পারছেন।
ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফখরুজ্জামান বলেন, ‘নিরাপদ পানি সবার অধিকার’, এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করতে প্লান্ট স্থাপন করা হয়েছে।
সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের কলেজটিতে শিক্ষার্থীদের শিক্ষা বিস্তার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা তাঁর প্রধান কাজ। এখানে শিক্ষার পরিবেশ করে দেওয়া হয়েছে। নিরাপদ ও সুপেয় পানির পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব ব্যবস্থা কলেজ ক্যাম্পাসেই রাখা হয়েছে।
/টিআর/
- বিষয় :
- গোপালগঞ্জ
- নিরাপদ পানি
- শিক্ষার্থী
- ঢাকা
- গোপালগঞ্জ সদর