বগুড়ায় জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ৩

বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ | ২১:০০ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ | ২১:০০
বগুড়ার শাজাহানপুরে নাশকতা মামলায় তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে তাদের নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন, শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমির এবং মাঝিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডোমনপুকুর গ্রামের আব্দুস সালাম (৫৭) এবং জামায়াত সমর্থক মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পশ্চিমপাড়া গ্রামের লুৎফর রহমান (৫৬) এবং খোট্টাপাড়া গ্রামের মোস্তফা কামাল (৪২)।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২২ সালে তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছিল। সেই মামলায় তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
- বিষয় :
- বগুড়া
- জামায়াত নেতা
- জামায়াত নেতা গ্রেপ্তার