ঢাকা শনিবার, ২১ জুন ২০২৫

কিশোরগঞ্জে নায়েবে আমিরসহ জামায়াতের ৭ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে নায়েবে আমিরসহ জামায়াতের ৭ নেতা গ্রেপ্তার

জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুল হক

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ | ১৬:২৬ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ | ১৬:২৬

কিশোরগঞ্জে জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুল হকসহ সাত নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যরা হলেন- বাজিতপুর উপজেলা জামায়াতের সদস্য আনোয়ার হোসেন, নিকলী উপজেলা জামায়াতের সদস্য মতিউর রহমান ও হাফিজুর রহমান, অষ্টগ্রাম সদর ইউনিয়ন কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, হোসেনপুরের জামায়াত কর্মী তাজুল ইসলাম ও কুলিয়ারচরের মাওলানা রফিকুর রহমান।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানিয়েছেন, সদরের আজিজুল হকসহ নিকলীর মতিউর রহমান ও হাফিজুর রহমানকে সদর থানার নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হোসেনপুরের তাজুল ইসলামের বিরুদ্ধে পূর্বের বিস্ফোরক ও গাড়ি ভাঙচুরের মামলা ছিল বলে জানিয়েছেন ওসি আসাদুজ্জামান টিটু।

অপরদিকে অষ্টগ্রামের আবু বকর সিদ্দিককে সম্প্রতি অষ্টগ্রামে সংঘর্ষের ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। গ্রেপ্তার সবাইকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নায়েবে আমীর আজিজুল হক ছাড়া সবাই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা বলে জানিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর আমীর রমজান আলী। তাদেরকে যার যার বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। আজিজুল হক শহরের হয়বতনগর এইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বে আছেন। 

আরও পড়ুন

×