আদালতে ভোট গণনায় চেয়ারম্যান হলেন সেই প্রার্থীই

প্রতীকী ছবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৬:৫৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১৬:৫৭
২০২১ সালের ১১ নভেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সানাউল্লাহ শিকদারকে ৩৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা। বিষয়টি মেনে নিতে পারেননি পরাজিত চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক। পরে আদালতে মামলা করেন তিনি। আদালতের নির্দেশে পুনরায় ভোট গণনায় ২৮ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
রোববার এই রায় ঘোষণা করেন কুমিল্লা সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার।
জানা গেছে, ফলাফলে কারচুপির অভিযোগে করা মামলার দীর্ঘ দিন শুনানি শেষে গত ১৩ ও ১৬ আগস্ট দুই দফা উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে আদালতে ভোট গণনা করা হয়। এতে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হকের প্রতীকে ২৮ ভোট বেশি পাওয়া যায়। এর ফলে মোহাম্মদ সানাউল্লাহ শিকদারের চেয়ারম্যান পদ বাতিল করা হয়। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হকের পক্ষে রায়ের তথ্য সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
মোজাম্মেল হকের আইনজীবী মাসুদ সালাউদ্দিন জানান, নির্বাচনের পরপরই নৌকার প্রার্থী মোহাম্মদ সানাউল্লাহ শিকদারকে ৩৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ফলাফল ঘোষণায় কারচুপির অভিযোগ তুলে ভোট পুনরায় গণনার দাবিতে একই বছরের ১৪ ডিসেম্বর আদালতে মামলা করেন স্বতন্ত্র প্রার্থী।
সদ্য বিজয়ী চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘আদালত যে মানুষের শেষ ভরসা– তাই আজ প্রমাণ হলো।’
এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সানাউল্লাহ শিকদারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
- বিষয় :
- কুমিল্লা
- ইউপি নির্বাচন
- আদালত
- ভোট গণনা
- চেয়ারম্যান