ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

জামিনে কারাগার থেকে বেরিয়ে জেলগেটে আবারও গ্রেপ্তার

জামিনে কারাগার থেকে বেরিয়ে জেলগেটে আবারও গ্রেপ্তার

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৩:৫০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৩:৫১

কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বেরিয়ে চার জামাত নেতা জেলগেটে আবারও গ্রেপ্তার হয়েছেন।

জেলা জামায়াতে ইসলামীর আমির রমজান আলী জানান, বিভিন্ন সময় বেশ কিছু দলীয় নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দলের চারজন জেলা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসলে জেল গেটে আবার তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাদের নাম তিনি বলতে পানেনি।

এ দিকে সদর থানার ওসি মোহাম্মদ দাউদকে এ ব্যাপারে প্রশ্ন করলে বলেন, তিনি থানার বাইরে আছেন। থানায় গিয়ে নামগুলো বলতে পারবেন বলে জানান।

জেলা পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, আজ সদর থানার ১৭ জনের জামিন হয়েছে। তবে কারাগারের নথিতে কারও রাজনৈতিক পরিচয় লেখা থাকে না। যে কারণে তিনিও চার জামায়াত নেতার নাম বলতে পারেননি।

আরও পড়ুন

×