ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

সেপটিক ট্যাঙ্কে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাঙ্কে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৩২ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৩২

বরগুনার বেতাগীতে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে আটকা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অপর এক শ্রমিক। সোমবার বেতাগী পৌরসভার ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত নির্মাণ শ্রমিক জামাল হাওলাদার পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। অসুস্থ হয়ে পড়া অপর শ্রমিক গৌতম চন্দ্র দাস ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বেতাগী পৌরসভার ৫ নং ওয়ার্ডে শিক্ষক নজরুল ইসলামের নির্মাণাধীন ভবনে দুজন শ্রমিক কাজ করছিলেন। একপর্যায়ে ভবনের সিঁড়ির গোড়ায় সেপটিক ট্যাঙ্কের কাজ করার জন্য প্রথমে জামাল হাওলাদার ভেতরে নামেন। এ সময় তিনি বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নেমে অপর শ্রমিক গৌতম চন্দ্র দাসও অসুস্থ হয়ে পড়েন।

ঘটনা টের পেয়ে ভবন মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জামাল ও গৌতমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গৌতম দাসকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি আনোয়ার হোসেন জানান, মৃত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×