ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

শিশু ধর্ষণ ও হত্যায় ২ আসামির আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ ও হত্যায় ২ আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১৬:১৬ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১৬:১৬

চট্টগ্রামে ৯ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও খুনের মামলায় দুই আসামিকে আলাদা ধারায় দু’বার আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডিতরা হলো মো. জীবন ও ইমন হাসান। ঘটনার সময় তারা নগরের পাঁচলাইশ থানার বহদ্দারহাট এলাকার লোহা কলোনিতে ভাড়া বাসায় থাকত।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর খন্দকার আরিফুল আলম জানান, দুই আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের আবারও একই সাজা দেন। রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, ধর্ষণের পর খুনের শিকার শিশু সালমা আক্তার পাঁচলাইশ থানার বাদুরতলা শাহ আমানত হাউজিং সোসাইটির বাসিন্দা সোলায়মানের মেয়ে। সে ওই এলাকার আতাতুল ক্যাডেট মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত। ২০১৭ সালের ১৩ জুন দোকানের উদ্দেশে বাসা থেকে বের হয় সে। পরে ফিরে না আসায় জিডি করেন তার বাবা সোলায়মান।

সিসিটিভি ফুটেজে সালমাকে বাসার পাশে নঈমী ভবন নামে একটি মার্কেটের ভেতরে ঢুকতে দেখা যায়। পরে ওই ভবনের তৃতীয় তলায় সিঁড়িঘরের পাশে ময়লার স্তূপে কাঠের বক্সে শিশুটির লাশ মেলে। ময়নাতদন্ত প্রতিবেদনে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে। এ ঘটনায় পুলিশ জীবন ও ইমনকে গ্রেপ্তার করে।

পাঁচলাইশ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর এবং পরে এসআই পলাশ চন্দ্র ঘোষ মামলা তদন্ত করে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন

×