ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩ | ১৫:৫৪ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ | ১৫:৫৪

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গত সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা।

মৃত দুইজন হলেন- যশোরের কেশবপুরের বুড়িহাটি গ্রামের শাহাজাহান (৪০), নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের আরিফা (৩৫) ও বাগেরহাটের সিটি কলেজ এলাকার লিলি (২৭)।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন রোগী। মারা গেছেন ৩ জন। বর্তমানে হাসপাতালে ২০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, চলতি বছরে খুমেক হাসপাতালে দুই হাজার ২৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন

×