ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

দুই আসনে উপনির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ায় ৬, লক্ষ্মীপুরে ৪ জনের মনোনয়নপত্র জমা

ব্রাহ্মণবাড়িয়ায় ৬, লক্ষ্মীপুরে ৪ জনের মনোনয়নপত্র জমা

ফাইল ছবি

লক্ষ্মীপুর ও সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১৪:৪৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১৪:৪৯

লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পাওয়া কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ২০ অক্টোবর।

মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন– জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক, জেলা জাতীয় পার্টির (জাপা) সহসাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিব হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ ও জাকের পার্টির শামছুল করিম। বিএনপি এ নির্বাচনে অংশ না নিলেও দলটির জেলা সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর বড় ভাই শামছুল করিম জাকের পার্টির ব্যানারে মনোনয়নপত্র জমা দেন। আরেক প্রার্থী রাকিব হোসেন এ আসনে জাপার সাবেক এমপি মোহাম্মদ উল্যার বড় ছেলে। 

একই দিন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয় প্রার্থী। এ দিন প্রার্থীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা, সরাইলের ইউএনও এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাপার যুগ্ম মহাসচিব আবদুল হামিদ ভাসানী, জাপা থেকে দু’বারের সাবেক এমপি (রওশন এরশাদ গ্রুপ) স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, এনপিপির আবদুর রাজ্জাক এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা শাহগীর আলম জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ১৯ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের এমপি শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া মারা যান। ৪ অক্টোবর আসন দুটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে উভয় আসনে ভোট গ্রহণ করা হবে।

আরও পড়ুন