ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

চেক প্রতারণা মামলায় কারাগারে ব্যবসায়ী

চেক প্রতারণা মামলায় কারাগারে ব্যবসায়ী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১২:২৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১২:২৪

চট্টগ্রামে আট মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে পাঁচটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে তার।

সোমবার নগরের সুগন্ধা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হাবিব হোসাইন ওরফে মিরাজ নগরের বাদুরতলা এলাকার এমএফসি নামে একটি ফল আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ চাকমা জানান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে চেক দিয়ে ঋণ নিয়েছেন মো. হাবিব। যথাসময়ে ঋণ পরিশোধ না করায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান আদালতে মামলা করেন। আদালত ৫টি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। আরো তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ওসি বলেন, তিনি দীর্ঘদিন দেশে ও বিদেশে আত্মগোপনে ছিলেন। তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন