ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সিলেট সিটি করপোরেশন

বিদায় বেলায় ৯২৫ কোটি টাকার বাজেট মেয়র আরিফের

বিদায় বেলায় ৯২৫ কোটি টাকার বাজেট মেয়র আরিফের

ছবি- ইউসুফ আলী

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৩:৩৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৩:৩৩

সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ২০২৩-২০২৪ অর্থবছরে ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলে একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এটি তাঁর শেষ বাজেট।

আয় ও ব্যয় সমান উল্লেখ করা এবারের বাজেট গত বছরের চেয়ে প্রায় শতকোটি টাকা কম। গেল বছর ১ হাজার ৪০ কোটি ২০ লাখ ৪৩ হাজার টাকার বাজেট দেওয়া হয়েছিল।

এবারের বাজেটের তেমন কিছুই অবশ্য বাস্তবায়ন করতে পারবেন না মেয়র আরিফ। কারণ আগামী ৭ নভেম্বর মেয়র হিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। গত ২১ জুন সিটি নির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তাঁর স্থলাভিষিক্ত হবেন।

চলতি বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো- রাজস্ব হিসাব উপাংশ-১ এ ১০৫ কোটি ১২ লাখ টাকা, বিভিন্ন পাওনা আদায় ১২৩ কোটি ৪০ লাখ টাকা, হোল্ডিং ট্যাক্স ৪৮ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর ২৫ কোটি টাকা এবং ট্রেড লাইসেন্স খাতে ১০ কোটি ৪৫ লাখ টাকা। এ ছাড়া সরকারি অর্থায়নে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন খাতে প্রাপ্তি ধরা হয়েছে ৫২৬ কোটি ৫১ লাখ টাকা।

ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব খাতে ১১২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ সংস্থাপন খাতে ৫২ কোটি ৭৭ লাখ টাকা, শিক্ষা খাতে ৪ কোটি ১০ লাখ, স্বাস্থ্য খাতে ১ কোটি ৮৭ লাখ, পরিচ্ছন্নতা খাতে ১৯ কোটি, বিদ্যুৎ প্রকৌশল-সড়কবাতি খাতে ৩ কোটি ১০ লাখ, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন খাতে ৫ কোটি ৪০ লাখ, পানি সরবরাহ শাখার সংস্থাপনসহ বিভিন্ন ব্যয় ১৮ কোটি টাকার ধরা হয়েছে।

আরও পড়ুন

×