ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

চায়ের দোকানে বোমা হামলা, চরমপন্থী নিহত

চায়ের দোকানে বোমা হামলা, চরমপন্থী নিহত

যশোরের ম্যাপ (সংগৃহীত)

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ০৫:১৬ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ১১:১৬

যশোরের অভয়নগরে বোমা হামলায় জিয়া ফকির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রানাগাতী গ্রামের একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।

জিয়া ফকির একটি চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি ‌‘জিয়া বাহিনী’ নামে একটি গ্রুপ গড়ে তুলেছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তার বাড়ি অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই চায়ের দোকানে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

জিয়া ফকির দীর্ঘদিন পালিয়ে ছিলেন। কয়েক মাস আগে তিনি এলাকায় ফেরেন। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, বোমার আঘাতে জিয়া ফকির নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কারা এই বোমা হামলা চালিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে শুনেছি। বিষয়টির খোঁজখবর নিচ্ছি।
 

whatsapp follow image

আরও পড়ুন

×