বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী
প্রফেসর মো. ইউনুস আলী
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩ | ১৬:৩৫
বরিশাল শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মো. ইউনুস আলী। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার তাকে এ পদে পদায়ন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত পত্রে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। অধ্যাপক ইউনুস আলী ঝালকাঠি সরকারি কলেজে অধ্যক্ষ পদ থেকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে স্থলাসিক্ত হলেন।
অধ্যাপক ইউনুস আলী বলেন, তিনি মঙ্গলবার নতুন কর্মস্থলে যোগ দেবেন। দক্ষিণাঞ্চলের প্রান্তিক পর্যায়ে শিক্ষার মনোন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য। বোর্ডের সব কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ইউনুস আলী ২৩ বছর ব্রজমোহন কলেজে বিভাগীয় প্রধানসহ বিভিন্ন পদে ছিলেন।
বরিশাল শিক্ষা বোর্ডের সর্বশেষ চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন খান ১ নভেম্বর অবসরে যান। এরপর থেকে বোর্ড সচিব অধ্যপক বাহারুল আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।