- সারাদেশ
- আ'লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন
আ'লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

ছবি: সমকাল
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ওদুদ বিশ্বাসের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের সংঘর্ষ চলছে।
বুধবার দুপুর দুইটার দিকে জেলা সদরের শান্তিমোড়ে এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে একজনের নাম ফারুক। তিনি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের সমর্থক। আহত অপরজনের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আওয়ামী লীগ প্রার্থী ওদুদ বিশ্বাসের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ডিসি এ কে এম গালিব খান বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে নির্বাচনী পরিবেশ শান্ত ও ভালো রয়েছে।
মন্তব্য করুন