ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

ইউপি নির্বাচন

পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ, নুরুল আবছার হলেন ইউপি চেয়ারম্যান  

পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ, নুরুল আবছার হলেন ইউপি চেয়ারম্যান  

চিকনদণ্ডী ইউনিয়নের উপ-নির্বাচনে একটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: সমকাল

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ১৯:৫৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ১৯:৫৯

দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের উপ-নির্বাচন। এতে ৩৭৭০ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল আবছার।

আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টার পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় গণনা। নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রজনীগন্ধা ফুল প্রতীকের নেজাম উদ্দীন তনি পেয়েছেন ৩ হাজার ৬০৮ ভোট। এছাড়াও চশমা প্রতীকের জহুরুল আলম পেয়েছেন ৩ হাজার ভোট।

জানা যায়, উপনির্বাচনে ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এই ইউনিয়নে মোট ভোটার ৩৯ হাজার ৮৯৫ জন।

এদিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র দখল নিতে নুরুল আফছার সরকার ও মো. নেজাম উদ্দীন প্রকাশ তনির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। 

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, দুপুর ২টার দিকে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ যাওয়ার পর তারা সটকে পড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরও পড়ুন

×