ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

জামায়াতে ইসলামীর ২২ নেতাকর্মী গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর ২২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ০২:৩১

সাভারের আশুলিয়ায় জামায়াতে ইসলামীর ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার বিকেলে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মহাসড়কে নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

আশুলিয়া থানা পুলিশ ও একাধিক গোয়েন্দা সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ফুড প্লানেট রেস্টুরেন্টে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত বছরের ৩১ জুলাই আশুলিয়ার জিরাব এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে জামায়াতের 
আমির ডা. শফিকুর রহমানসহ আটক সব নেতাকর্মীর মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ করেছিল জামায়াত-শিবিরের এসব নেতাকর্মী। সড়কে মিছিল করে গাড়ি ভাঙচুরের খবরে উপস্থিত হয় পুলিশ। তখন পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় আহত হয় দুই পুলিশ সদস্য। পরদিন ১ আগস্ট আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা এ ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তারা ওই রেস্টুরেন্টে বসে আবারও নাশকতার পরিকল্পনা করছিল। গত বছরের নাশকতার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। অধিকতর তদন্তের জন্য তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন

×