শেরপুরের বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে ৬ মামলা, গ্রেপ্তার ৮১

ফাইল ছবি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ১৫:২৫ | আপডেট: ২৬ জুলাই ২০২৪ | ১৫:৩৪
শেরপুরে কোটা সংস্কার আন্দোলনের নামে পুলিশের ওপর হামলা, সরকারি স্থাপনায় ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের হয়েছে। মামলায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদসহ ৮০-৯০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৬-৭ হাজার জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ হত্যা চেষ্টায় একটি, বিস্ফোরক আইনে দুটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটিসহ মোট ৬টি মামলা দায়ের হয়েছে। এসব মামলার আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শেরপুরের পুলিশ সুপার আকরামুল হোসেন বলেন, বিস্ফোরক ও অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়েছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। রাষ্ট্রের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
পুলিশ জানায়, অভিযুক্তরা শেরপুর সদর থানার ওসি এমদাদুল হককে আটক করে ব্যাপক নির্যাতন চালিয়েছে। তার মাথায় ২৪ স্থানে ক্ষত হয়েছে। পুলিশের এক নায়েকের ওপর অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হামলা করেছে, এতে তার হাতের কব্জি উড়ে যায়। এছাড়া পুলিশ ফাঁড়ি ও আনসার ক্যাম্পে হামলা, ট্রাফিক পুলিশ বক্সে আগুনসহ সরকারি বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এসব ঘটনায় ২০ পুলিশ সদস্য আহত হয়েছে।
- বিষয় :
- বিএনপি
- জামায়াত নেতা গ্রেপ্তার
- শেরপুর