ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

খুলনায় ডেঙ্গু আক্রান্ত আরেকজনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু আক্রান্ত আরেকজনের মৃত্যু

ছবি: ফাইল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৫২ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:১৮

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরেকজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ইউসুফ হোসেন নামে ওই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু হল।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে নড়াইল জেলার নড়াগাতি এলাকার ইউসুফ হোসেন (৬০) গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছে তিনজন এবং নতুন ভর্তি হয়েছেন আরও ২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ডেঙ্গু আক্রান্ত ১৭ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে এসেছে মোট ১৩৬ জন।

আরও পড়ুন

×