ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ফাঁস নিলেন স্বামী

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ফাঁস নিলেন স্বামী

প্রতীকী ছবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ২১:০৯

ভালুকায় ৯ মাসের অন্তঃসত্ত্বা রত্না বেগমকে কুপিয়ে হত্যা করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী কামরুল ইসলাম। শুক্রবার রাত ১০টার দিকে কাচিনা ইউনিয়নের পালগাঁও কামারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রত্না বেগম কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে। কামরুল ইসলাম মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আগামী ১৬ ডিসেম্বর দ্বিতীয় সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ছিল।

পরিবারের সদস্যরা জানান, দ্বিতীয় সন্তান প্রসবের জন্য অন্তঃসত্ত্বা রত্নাকে নিয়ে স্বামী কামরুল ইসলাম নিজ বাড়ি থেকে শুক্রবার দুপুরে শ্বশুর বাড়ি পালগাঁও গ্রামের কামারিয়ায় আসেন। রাতের খাবার শেষে তাদের প্রথম সন্তানকে নানির কাছে রেখে স্বামী-স্ত্রী পাশের ঘরে ঘুমাতে যান। রাত প্রায় ১১টার দিকে ছেলে কান্নাকাটি শুরু করলে নানি মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে তাদের ডাকাডাকি করলে দরজা না খোলায় সন্দেহ হয়। পরে পরিবারের লোকজন ওই ঘরের দরজা ভেঙে মেঝেতে রত্নার রক্তাক্ত লাশ তার পাশে কামরুলের লাশ দেখতে পায়। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

ভালুকা থানার ওসি সামছুল হুদা খান জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্ত করছে পুলিশ। লাশ দুটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×