তাপমাত্রা ১০.৫ ডিগ্রি
তেঁতুলিয়ায় সূর্য উঠলেও অনুভূত হচ্ছে কনকনে শীত
ঝলমলে রোদ নিয়ে জেগে উঠেছে ভোরের সূর্য। ছবি: সমকাল
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ১২:২৮ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ | ১২:৫৭
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
১ ডিসেম্বর সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর। এর আগের দিন ৩০ নভেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়ার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, ঝলমলে রোদ নিয়ে জেগে উঠেছে ভোরের সূর্য। সূর্যের আলো ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। তবে শীত উপেক্ষা করেই কাজে ছুটছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নবান্নের ধান মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঘরের কৃষাণিরা। ভোরে ক্ষেত থেকে শাকসবজি তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
শীতের তীব্রতা নিয়ে স্থানীয় ভ্যানচালক আজবাহার বলেন, সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাত থেকে সকাল পর্যন্ত খুবই ঠান্ডা। মনে হচ্ছে পৌষ মাস। তবে সকাল ১০টার পর আর ঠান্ডা থাকে না। দিনে বেশ গরম এখনও। দুইরকম আবহাওয়ার কারণে সর্দিকাশিতে ভুগছি।
- বিষয় :
- তেঁতুলিয়া
- তাপমাত্রা
- শীতের তীব্রতা