চবিতে সলিমুল্লাহ খান
শেখ মুজিব সংবিধান সংশোধনের কথা প্রত্যাখ্যান করেছিলেন
সলিমুল্লাহ খান। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ০৬:২৩ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ | ০৬:২৪
‘বাংলাদেশের সংবিধান নিয়ে আবুল মনসুর তাঁর বইয়ে কিছু আপত্তি তুলে ধরেছিলেন। এই গণঅভ্যুত্থানের পর সেগুলো প্রাসঙ্গিক হয়ে উঠেছে। শেখ মুজিব আবুল মনসুরকে সংবিধান সংশোধনের জন্য আহ্বান করেছিলেন। শেখ মুজিব কথা দিতেন কিন্তু কথা রাখতেন না। সংবিধান সংশোধনের কথা তিনি শতভাগ প্রত্যাখ্যান করেন।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে ‘আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্যুত্থান’ শীর্ষক এক আলোচনা সভায় রাষ্ট্রচিন্তক সলিমুল্লাহ খান এসব কথা বলেন।
সভায় সলিমুল্লাহ খান আরও বলেন, বাংলাদেশের সংবিধান অজ্ঞান অবস্থায় আছে। যেটিতে বলা হয়েছে, সব ক্ষমতার উৎস জনগণ, এটি একটি বড় জোচ্চুরি। এখানে হওয়া উচিত ছিল জনগণ সব ক্ষমতার মালিক। আর এটি না হওয়ার কারণেই প্রতিনিধিত্বের রাজনীতি হচ্ছে। সরকার পাওয়ার অব অ্যাটর্নি হয়ে গেছে।
শেখ হাসিনার নৈতিক মৃত্যুদণ্ড হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের সাত নম্বর ধারায় আওয়ামী লীগ সরকার একটি সংশোধন এনেছে, ‘যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে চাইলে তার শাস্তি মৃত্যুদণ্ড।’ এই শাস্তি হাসিনারই প্রাপ্য। তিনি যেখানেই পালিয়ে থাকুন না কেন তাঁর নৈতিক মৃত্যুদণ্ড হয়েছে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফ খান প্রমুখ।