ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে আইনজীবী হত্যা

পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড

পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৭:০২

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তার ১২ আসামির ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে এ আদেশ দেন।

১২ আসামি হলেন- জয় নাথ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, আমান দাস, বিশাল দাস, সনু মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী।

এর আগে গত সোমবার পুলিশের ওপর হামলার আরেক মামলায় আট আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রাম আদালত এলাকায় সংগঠিত সহিংসতার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ ২৯ জনকে আসামি করা হয়েছে। যে দুই সাবেক কাউন্সিলরকে আসামি করা হয়েছে, তারা গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বলেন, পুলিশের কাজে বাধা দান ও হামলার মামলায় ১২ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে পরে তাদের আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার নগরের কোতোয়ালী থান মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যক্তি একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম।  মামলায় ৩২ নম্বর আন্দরিকল্লা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহর লাল হাজারি ও ২১ নম্বর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনসহ ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

বাদী নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে এজাহারে অভিযোগ করেন, গত ২৬ নভেম্বর তিনি ব্যবসা সংক্রান্ত বিষয়ে আইনি সহায়তা নিতে চট্টগ্রাম আদালত ভবনে আইনজীবীর চেম্বারে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়কে এজাহারভুক্ত ২৯ জন আসামিসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী লীগ এবং ইসকন সমর্থকদের সশস্ত্র অবস্থায় দেখে ভীত হয়ে রঙ্গম কনভেনশন হলের গলিতে ঢুকে পড়েন। ওইখানে আসামিরা তার মাথায় টুপি দেখে ‘শিবির ধর’ ‘শিবির ধর’ বলে এগিয়ে এসে এলোপাতাড়ি মারধর করে এবং ছয় হাজার টাকা ছিনিয়ে নেয়।

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের কাজে বাধাদান ও হামলার অভিযোগে আরও চারটি মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন

×