চট্টগ্রামে আইনজীবী খুন
দোষ স্বীকার করে আদালতে প্রধান আসামি চন্দনের জবানবন্দি
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ২০:২৯
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী ওসমান গণি বলেন, অ্যাডভোকেট আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চন্দন দাস বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে।
গত ২৯ নভেম্বর আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে তার বাবা জামাল উদ্দীন বাদী হয়ে মামলা করেন। গত ২৬ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার ঘটনাকে কেন্দ্র করে রঙ্গম কমিউনিটি হলের সামনে খুন হন অ্যাডভোকেট আলিফ।
- বিষয় :
- ইসকন
- হত্যা মামলা
- আদালত