ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

রামদা উঁচিয়ে টিকটক করার পর বৃদ্ধকে কুপিয়ে জখম, গ্রেপ্তার হয়নি কেউ

রামদা উঁচিয়ে টিকটক করার পর বৃদ্ধকে কুপিয়ে জখম, গ্রেপ্তার হয়নি কেউ

প্রতীকী ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ২১:৩৭

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ১৬ নং বেডে ব্যথায় কাতরাচ্ছেন ৬০ বছর বয়সী বাবুল মল্লিক। গত ৪ ডিসেম্বর রামদা দিয়ে কুপিয়ে, পিটিয়ে তাঁর দুই পা এবং দুই হাত ভেঙে দিয়েছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। ঝালকাঠির নলছিটি উপজেলার নচনমহল ইউপির দক্ষিণ ডেবরা গ্রামে। 

বাবুল মল্লিকের স্বজনদের দাবি, একটি সালিশে বিচার মনঃপূত না হওয়ায় স্থানীয় একদল বখাটে এ ঘটনা ঘটিয়েছে। বাবুলকে কোপানোর আগে সন্ত্রাসীরা রামদা উঁচিয়ে উল্লাস করতে করতে ভিডিও করেছিল। পরে সে ভিডিও টিকটকে তারা আপলোডও করে। ওই ভিডিও এখনও টিকটকে ঘুরে বেড়াচ্ছে। 

বাবুল মল্লিক পেশায় জমি মাপজোখের আমিন। তাঁর ছেলে প্রকৌশলী সোহাগ মল্লিক বলেন, কিছুদিন আগে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় কিশোরদের দুই গ্রুপে মারামারি হয়। ওই ঘটনায় সালিশ করার উদ্যোগ নেন আমার বাবা। কিন্তু সালিশে বিচার না হওয়ায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয় দুই পক্ষ। পরে মোল্লারহাট পুলিশ তদন্তকেন্দ্রে আবার সালিশে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু এক পক্ষের সালিশ মনঃপূত না হওয়ায় ৪ ডিসেম্বর তারা বাবাকে রামদা দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে হাত পা ভেঙে দেয়। এ ঘটনায় নচনমহলের স্থানীয় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী আবু কালাম, আব্দুল মল্লিক, আরমান সিকদার, কাওসার সিকদার, আফসার সিকদার, আবুল সিকদার, ইব্রাহিম সিকদার, নেয়ামুল সিকদারসহ ৯ জন জড়িত। এর মধ্যে কাওসার, আরমান কোপানোর আগে রামদা উঁচিয়ে টিকটক ভিডিও তৈরি করে। আমার ভাই আলিম হোসেন মল্লিক এরই মধ্যে নলছিটি থানায় মামলা করেছেন। কিন্তু আসামিরা কেউ এখনও ধরা পড়েনি।

মামলায় অভিযুক্ত আব্দুল মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই ঘটনায় জড়িত না। কারা বাবুল মল্লিককে কুপিয়েছে জানি না। অপর আসামি আবু কালামকে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। বাকি আসামিরা সবাই পলাতক। 

মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার এসআই খোকন বাওয়ালী বলেন, আসামিরা এলাকায় নেই। কিছুদিন আগে একটি ঘটনা নিয়ে পুলিশ তদন্তকেন্দ্রে সালিশ মীমাংসা হয়। ওই সালিশিতে বাবুল মল্লিকও ছিলেন। ধারণা করা হচ্ছে, সালিশকে কেন্দ্র করেই বাবুল মল্লিককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। হামলাকারীরা মাদকাসক্ত। তারা বাবুল মল্লিককে কুপিয়ে আহত করার আগে টিকটক ভিডিও করেছে। আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

আরও পড়ুন

×